তৃষ্ণার্ত মানুষ
তৃষ্ণার্ত মানুষ
সাইয়িদ রফিকুল হক
তৃষ্ণা কমে না কখনোই
তৃষ্ণা বাড়ছে প্রতিদিন
মানুষ এখন তৃষ্ণার্ত!
তৃষ্ণার চাপে লোপ পাচ্ছে
মানুষের সব ভালো দিক
তবু থামে নারে মানুষেরা।
গৃহের তৃষ্ণা, নারীর তৃষ্ণা,
টাকার তৃষ্ণা, গাড়ির তৃষ্ণা,
আরও কত যে তৃষ্ণা এই মানবের!
মানুষ এখন হয়ে উঠছে পশুর মতো
সে যে ভয়ানক তৃষ্ণার্ত!
এমন মানুষ আবার কি মানুষ হবে?
সাইয়িদ রফিকুল হক
১১-০৯-২০২৩
সাইয়িদ রফিকুল হক
তৃষ্ণা কমে না কখনোই
তৃষ্ণা বাড়ছে প্রতিদিন
মানুষ এখন তৃষ্ণার্ত!
তৃষ্ণার চাপে লোপ পাচ্ছে
মানুষের সব ভালো দিক
তবু থামে নারে মানুষেরা।
গৃহের তৃষ্ণা, নারীর তৃষ্ণা,
টাকার তৃষ্ণা, গাড়ির তৃষ্ণা,
আরও কত যে তৃষ্ণা এই মানবের!
মানুষ এখন হয়ে উঠছে পশুর মতো
সে যে ভয়ানক তৃষ্ণার্ত!
এমন মানুষ আবার কি মানুষ হবে?
সাইয়িদ রফিকুল হক
১১-০৯-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ১৯/০৮/২০২৪চমৎকার
-
Md. Rayhan Kazi ১২/০৯/২০২৩অনন্য শব্দভান্ডারে দারুণ রচিলেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৯/২০২৩দারুণ
-
ফয়জুল্লাহসাকি ১২/০৯/২০২৩হয়তো কখনো হবে? তবে তা কখন বলা মুশকিল।
-
আব্দুর রহমান আনসারী ১২/০৯/২০২৩মানুষের অতৃপ্ত কামনা বাসনার অনুপম প্রকাশ
-
ফয়জুল মহী ১১/০৯/২০২৩সুন্দর অনুভূতির প্রকাশ