এজিদের দল
এজিদের দল
সাইয়িদ রফিকুল হক
চারিদিকে আজকে দেখি
ওই এজিদের সন্তান,
কী অজানা এক আশংকায়
বুক করে তাই আনচান!
ধনে-মানে এজিদেরা
হতে চাচ্ছে সরদার,
কুলীন-জাতে উঠবে যেন
নীচ ঝাড়ু-বরদার!
ধর্মের লেবাস জাপটে ধরে
খুনি চলে জোরসে,
শয়তান ওদের আগে-আগে
ছুটছে মহা হর্ষে!
জগতজুড়ে এজিদের দল
যাক রে আবার গোল্লায়,
বেহুদা কেউ যোগ দিয়ো না
ওদের সঙ্গে হল্লায়।
সাইয়িদ রফিকুল হক
০৬-০৯-২০২৩
সাইয়িদ রফিকুল হক
চারিদিকে আজকে দেখি
ওই এজিদের সন্তান,
কী অজানা এক আশংকায়
বুক করে তাই আনচান!
ধনে-মানে এজিদেরা
হতে চাচ্ছে সরদার,
কুলীন-জাতে উঠবে যেন
নীচ ঝাড়ু-বরদার!
ধর্মের লেবাস জাপটে ধরে
খুনি চলে জোরসে,
শয়তান ওদের আগে-আগে
ছুটছে মহা হর্ষে!
জগতজুড়ে এজিদের দল
যাক রে আবার গোল্লায়,
বেহুদা কেউ যোগ দিয়ো না
ওদের সঙ্গে হল্লায়।
সাইয়িদ রফিকুল হক
০৬-০৯-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৯/২০২৩গুড
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৯/২০২৩অনুপম
-
সুসঙ্গ শাওন ০৮/০৯/২০২৩বেশ ভালো প্রতিবাদমুখর
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৯/২০২৩অনন্য প্রতিবাদী উচ্চারণ!
-
ফয়জুল মহী ০৬/০৯/২০২৩প্রকাশ অতুলনীয়,