মানব-হৃদয়
কাগজের হৃদয় স্ফীত হয় না,
মানুষের হৃদয় পাশবিক রয় না।
পশুদের হৃদয়ে ফোটে না কোনো ফুল,
পশু-সঙ্গে মিশে জীবনে হবে ভুল।
ঘাসের বুকজুড়ে মেলে না কোনো সুখ,
হৃদয়ভাঙা সব জীবনভরা দুখ।
আয় রে ছুটে আয় মানুষের জীবন,
গড়ে তুলবো আজ পুণ্য-বন্ধন।
নির্বাপিত হোক
মানুষের হৃদয় পাশবিক রয় না।
পশুদের হৃদয়ে ফোটে না কোনো ফুল,
পশু-সঙ্গে মিশে জীবনে হবে ভুল।
ঘাসের বুকজুড়ে মেলে না কোনো সুখ,
হৃদয়ভাঙা সব জীবনভরা দুখ।
আয় রে ছুটে আয় মানুষের জীবন,
গড়ে তুলবো আজ পুণ্য-বন্ধন।
নির্বাপিত হোক
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৯/২০২৩সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/০৯/২০২৩কাগজের,মানুষের ও পশুদের হৃদয় অন্যরকম উপমা।
-
ফয়জুল মহী ০৪/০৯/২০২৩খুব সুন্দর ব ব্যঞ্জনা
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৯/২০২৩চমৎকার
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৯/২০২৩অনবদ্য!