মানুষ পাবে কোথায়
মানুষ পাবে কোথায়?
সাইয়িদ রফিকুল হক
মানুষ-খুঁজে করবে কী আর?
মানুষ পাবে কোথায়?
দুঃখ শুনে কেউ কখনো
কাঁদে কারও ব্যথায়?
কষ্ট দেখে সবাই হাসে
জীবন যেন হাসির!
পাপটা ভুলে হাসে এখন
আসামি ওই ফাঁসির!
হৃদয়ভাবে কেউ ভাবে না
একটুও কারও কথা,
লাভের আশায় বিরাট ভারী
অনেকেরই মাথা।
মানুষ খুঁজে করবে কী আর?
সহ্য করো চুপে,
গোলাপ একদিন ফুটতে পারে
তোমার হৃদয়কূপে।
সাইয়িদ রফিকুল হক
০১-০৯-২০২৩
সাইয়িদ রফিকুল হক
মানুষ-খুঁজে করবে কী আর?
মানুষ পাবে কোথায়?
দুঃখ শুনে কেউ কখনো
কাঁদে কারও ব্যথায়?
কষ্ট দেখে সবাই হাসে
জীবন যেন হাসির!
পাপটা ভুলে হাসে এখন
আসামি ওই ফাঁসির!
হৃদয়ভাবে কেউ ভাবে না
একটুও কারও কথা,
লাভের আশায় বিরাট ভারী
অনেকেরই মাথা।
মানুষ খুঁজে করবে কী আর?
সহ্য করো চুপে,
গোলাপ একদিন ফুটতে পারে
তোমার হৃদয়কূপে।
সাইয়িদ রফিকুল হক
০১-০৯-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০২/০৯/২০২৩চমৎকার ভাবনা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০৯/২০২৩ভাল
-
ফয়জুল মহী ০২/০৯/২০২৩ভাবনার চমৎকার উপস্থাপন