আসুক এবার ঝড়-বৃষ্টি
আসুক এবার ঝড়-বৃষ্টি
সাইয়িদ রফিকুল হক
আকাশ ভেঙে বৃষ্টি পড়ুক
বৃষ্টি আসুক দেশে,
সব পাপীদের সব কায়কারবার
যাবে এবার ভেসে।
পাপীর দলে শক্ত আসন
নিচ্ছে ভীষণ গড়ে,
বৃষ্টি-বাদল এবার এদের
গর্তে ফেলুক ধরে।
মানুষগুলো জবুথবু
আছে ভীষণ সুখে,
প্রতিবাদের ভাষা যেন
হারায় গেছে মুখে!
অসৎ লোকে থাকবে কেন
বড় আসন ধরে?
সবাই মিলে শাস্তি দি দাও
প্রতিবাদটা করে।
মানুষগুলোর আশা নাই যে
এরা দুষ্টের সাথি,
আসুক এবার ভীষণ বেগে
ঝড়-বৃষ্টির রাতি।
সাইয়িদ রফিকুল হক
৩১-০৮-২০২৩
সাইয়িদ রফিকুল হক
আকাশ ভেঙে বৃষ্টি পড়ুক
বৃষ্টি আসুক দেশে,
সব পাপীদের সব কায়কারবার
যাবে এবার ভেসে।
পাপীর দলে শক্ত আসন
নিচ্ছে ভীষণ গড়ে,
বৃষ্টি-বাদল এবার এদের
গর্তে ফেলুক ধরে।
মানুষগুলো জবুথবু
আছে ভীষণ সুখে,
প্রতিবাদের ভাষা যেন
হারায় গেছে মুখে!
অসৎ লোকে থাকবে কেন
বড় আসন ধরে?
সবাই মিলে শাস্তি দি দাও
প্রতিবাদটা করে।
মানুষগুলোর আশা নাই যে
এরা দুষ্টের সাথি,
আসুক এবার ভীষণ বেগে
ঝড়-বৃষ্টির রাতি।
সাইয়িদ রফিকুল হক
৩১-০৮-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৯/২০২৩অসামান্য
-
আব্দুর রহমান আনসারী ৩১/০৮/২০২৩অনুপম অপূর্ব
-
ফয়জুল মহী ৩১/০৮/২০২৩অসাধারণ