মানুষ-নামের ফানুস
মানুষ-নামের ফানুস
সাইয়িদ রফিকুল হক
পশুর দেখা অনেক পাবে
মানুষ পাবে কয়টা?
তবু তুমি ঝেড়ে ফেল
তোমার মনের ভয়টা।
এই পৃথিবী নয়কো পশুর
মানুষ থাকবে বেঁচে,
জ্ঞানীলোকের সঙ্গ নিয়ে
দেখতে পারো যেচে।
মানুষ হলো মহান মানুষ
করো তারই যত্ন,
ভালোবাসার সিন্ধু থেকে
পাবে অনেক রত্ন।
মানবপ্রেমের নামই শক্তি
প্রেমে পাবে শান্তি,
হৃদয় থেকে তাড়াও এবার
ঘৃণা-নামের ভ্রান্তি।
পশু এখন অনেক বেশি
কমছে শুধু মানুষ,
চারিদিকে দেখতে পাবে
মানুষ-নামের ফানুস!
তবু তুমি ভয় পেয়ো না
ঘুরে দাঁড়াও এবার,
জাগবে বিবেক, জাগবে সমাজ,
জাগবে মানুষ আবার।
সাইয়িদ রফিকুল হক
৩০-০৮-২০২৩
সাইয়িদ রফিকুল হক
পশুর দেখা অনেক পাবে
মানুষ পাবে কয়টা?
তবু তুমি ঝেড়ে ফেল
তোমার মনের ভয়টা।
এই পৃথিবী নয়কো পশুর
মানুষ থাকবে বেঁচে,
জ্ঞানীলোকের সঙ্গ নিয়ে
দেখতে পারো যেচে।
মানুষ হলো মহান মানুষ
করো তারই যত্ন,
ভালোবাসার সিন্ধু থেকে
পাবে অনেক রত্ন।
মানবপ্রেমের নামই শক্তি
প্রেমে পাবে শান্তি,
হৃদয় থেকে তাড়াও এবার
ঘৃণা-নামের ভ্রান্তি।
পশু এখন অনেক বেশি
কমছে শুধু মানুষ,
চারিদিকে দেখতে পাবে
মানুষ-নামের ফানুস!
তবু তুমি ভয় পেয়ো না
ঘুরে দাঁড়াও এবার,
জাগবে বিবেক, জাগবে সমাজ,
জাগবে মানুষ আবার।
সাইয়িদ রফিকুল হক
৩০-০৮-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৯/২০২৩নাইস
-
বোরহানুল ইসলাম লিটন ৩১/০৮/২০২৩অনেক সুন্দর বলেছেন!
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৮/২০২৩অনুপম
-
ফয়জুল মহী ৩০/০৮/২০২৩অপূর্ব ভাবনা ।