সবাই যখন চাঁদে যাবে
সবাই যখন চাঁদে যাবে
আমরা তখন জুড়বো নতুন হাল,
দেখবো মেপে খুশি মনে
গাছের গায়ে আছে কত ছাল!
নিজের চরকা ভেঙে ফেলে
টানবো পরের চরকা ধরে,
জ্ঞান-বিজ্ঞানের শিক্ষা ভুলে
দিন কাটাবো ফন্দি করে।
উল্টোদিকে ছুটবো সবাই
কাটমোল্লার ল্যাঞ্জা ধরে,
শিক্ষাবিজ্ঞান ভুলে গিয়ে
বুকে নিবো বারুদ ভরে!
সবাই যখন চাঁদে যাবে
আমরা তখন ফেলবো বিরাট রশি,
রশি বেয়ে হেঁটে-হেঁটে
ধরবো সাধের শশী।
আমরা তখন জুড়বো নতুন হাল,
দেখবো মেপে খুশি মনে
গাছের গায়ে আছে কত ছাল!
নিজের চরকা ভেঙে ফেলে
টানবো পরের চরকা ধরে,
জ্ঞান-বিজ্ঞানের শিক্ষা ভুলে
দিন কাটাবো ফন্দি করে।
উল্টোদিকে ছুটবো সবাই
কাটমোল্লার ল্যাঞ্জা ধরে,
শিক্ষাবিজ্ঞান ভুলে গিয়ে
বুকে নিবো বারুদ ভরে!
সবাই যখন চাঁদে যাবে
আমরা তখন ফেলবো বিরাট রশি,
রশি বেয়ে হেঁটে-হেঁটে
ধরবো সাধের শশী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৮/২০২৩অপূর্ব। অনুপম। অসাধারন। অনন্য।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৮/২০২৩সুন্দর ব্যাখ্যা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৯/০৮/২০২৩এমন যদি হতো কত না ভালো হতো!
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/০৮/২০২৩অনন্য!
-
ফয়জুল মহী ২৮/০৮/২০২৩অনন্য সুন্দর লিখেছেন