বারুদ-কাব্য
বারুদ-কাব্য
সাইয়িদ রফিকুল হক
কবিতায় স্বাদ নেই
অশান্ত মনে বারুদ জ্বলে
বুকের গভীরে তাই।
তীব্র থেকে তীব্র হয় বারুদের উৎপাত!
চারিদিকে আবার বেড়ে গেছে
অশুভশক্তির আনাগোনা
রঙিন মানুষে ঢেকে যাচ্ছে
সবুজ হৃদয়ের তৃণভূমি!
বুকের গভীরে বারুদ জমতে-জমতে
পুরো বুকটাই
একসময় হয়ে উঠেছে যেন বারুদ!
বারুদের কারখানা বুকে নিয়ে
ঘুরছে আরও কত মানুষ।
অশুভশক্তির উন্মাদনায়
অশান্ত হৃদয়ে কখন যেন
জ্বলে উঠবে একটুকরো বারুদ
অমনি শুরু হয়ে যাবে বিস্ফোরণ
এসো, বারুদ-কাব্যে প্রজ্জ্বলিত হই
আর নির্মূল করি সকল অশুভশক্তি।
০৮/০৭/২০২৩
সাইয়িদ রফিকুল হক
কবিতায় স্বাদ নেই
অশান্ত মনে বারুদ জ্বলে
বুকের গভীরে তাই।
তীব্র থেকে তীব্র হয় বারুদের উৎপাত!
চারিদিকে আবার বেড়ে গেছে
অশুভশক্তির আনাগোনা
রঙিন মানুষে ঢেকে যাচ্ছে
সবুজ হৃদয়ের তৃণভূমি!
বুকের গভীরে বারুদ জমতে-জমতে
পুরো বুকটাই
একসময় হয়ে উঠেছে যেন বারুদ!
বারুদের কারখানা বুকে নিয়ে
ঘুরছে আরও কত মানুষ।
অশুভশক্তির উন্মাদনায়
অশান্ত হৃদয়ে কখন যেন
জ্বলে উঠবে একটুকরো বারুদ
অমনি শুরু হয়ে যাবে বিস্ফোরণ
এসো, বারুদ-কাব্যে প্রজ্জ্বলিত হই
আর নির্মূল করি সকল অশুভশক্তি।
০৮/০৭/২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৯/০৭/২০২৩সুন্দর লেখা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৭/২০২৩দারুণ ব্যাখ্যা
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৮/০৭/২০২৩দারুন লাগলো পড়ে