ব্যাঙ-ছাগল
ব্যাঙ-ছাগল
সাইয়িদ রফিকুল হক
সবকিছু চেটেপুটে গোগ্রাসে খাচ্ছে
বাড়ির আনাচেকানাচে থাকা
বিষাক্ত সব ছাগল!
এদের সঙ্গে পাল্লা দিয়ে খুব ফুর্তিতে
আর বিরাট জোশে মাঠে নেমেছে
আরও কতকগুলো ব্যাঙ।
অন্যদিকে ধর্মের ষাঁড় দাপিয়ে বেড়াচ্ছে
কোনোকিছু পরোয়া না-করে!
কবে থামবে ব্যাঙ-ছাগলের উৎপাত?
সাইয়িদ রফিকুল হক
০১-০৫-২০২৩
সাইয়িদ রফিকুল হক
সবকিছু চেটেপুটে গোগ্রাসে খাচ্ছে
বাড়ির আনাচেকানাচে থাকা
বিষাক্ত সব ছাগল!
এদের সঙ্গে পাল্লা দিয়ে খুব ফুর্তিতে
আর বিরাট জোশে মাঠে নেমেছে
আরও কতকগুলো ব্যাঙ।
অন্যদিকে ধর্মের ষাঁড় দাপিয়ে বেড়াচ্ছে
কোনোকিছু পরোয়া না-করে!
কবে থামবে ব্যাঙ-ছাগলের উৎপাত?
সাইয়িদ রফিকুল হক
০১-০৫-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ২ ১৪/০৬/২০২৩
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০৫/২০২৩একদম!
সময়ের সাবলিল উচ্চারণ! -
রাবেয়া মৌসুমী ০১/০৫/২০২৩বিষয়টি ভাববার বটে..
বেশ ভালো লাগলো ।