এখন আর ঈদ করি না
এখন আর ঈদ করি না। ঈদ দেখি। মানুষের করা ঈদ অবলোকন করি।
আগের মতো এখন আর ঈদ নেই। মানুষে-মানুষে আজকাল খুব ভেদাভেদ।
এখন ঈদ মানে উচ্চবিত্তের বিলাসিতা আর মধ্যবিত্তের ফুটানি।
এরই মাঝে স্বপ্নজাল বুনে হাসি-খুশি-ভাবে বেঁচে থাকে নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত।
জীবনের রূপরেখা এখন বদলে গেছে। মানুষ হয়ে উঠছে গেছো বানরের মতো,
আর খুব অনুকরণপ্রিয়। এখানে, মনুষ্যত্ব এখন কোথায়?
লেখাপড়া এখন সবাই করে। কিন্তু শিখতে পারে ক’জন?
এখন আর কেউ ভাবে না এসব।
গ্রামে একটা গৃহনির্মাণের সুবাদে আমাকে অনেকদিন গ্রামে থাকতে হয়েছিল।
কিন্তু সেখানে কাউকে বই পড়তে দেখিনি! বই নিয়ে আলোচনা করতে দেখিনি!
মানুষ বদলাবে কীভাবে? সবাই টাকার কুমির হতে চাচ্ছে! দেশে প্রকৃত শিক্ষিত আর প্রকৃত ভদ্রলোকের বড় অভাব। যাক, আজ ঈদের পূর্বরাতে এসব লিখে কোনো কাজ নেই।
সকলের মধ্যে জেগে উঠুক প্রেমভাব। জেগে উঠুক পরিপূর্ণ ভ্রাতৃত্ববোধ।
সকল বন্ধু, শুভাকাঙক্ষী ও প্রিয় শিক্ষার্থীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
পরিশেষে, রবীন্দ্রনাথের ভাষায় বলি:
তুমিও রবে না
আমিও রব না
দুদিনের দেখা ভবে,
প্রাণ খুলে প্রেম দিতে
পারো যদি
তাহা চিরদিন রবে।
মানুষ যেন মানুষকে ভালোবাসে। আজ শুধু এই চাওয়া।
আগের মতো এখন আর ঈদ নেই। মানুষে-মানুষে আজকাল খুব ভেদাভেদ।
এখন ঈদ মানে উচ্চবিত্তের বিলাসিতা আর মধ্যবিত্তের ফুটানি।
এরই মাঝে স্বপ্নজাল বুনে হাসি-খুশি-ভাবে বেঁচে থাকে নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত।
জীবনের রূপরেখা এখন বদলে গেছে। মানুষ হয়ে উঠছে গেছো বানরের মতো,
আর খুব অনুকরণপ্রিয়। এখানে, মনুষ্যত্ব এখন কোথায়?
লেখাপড়া এখন সবাই করে। কিন্তু শিখতে পারে ক’জন?
এখন আর কেউ ভাবে না এসব।
গ্রামে একটা গৃহনির্মাণের সুবাদে আমাকে অনেকদিন গ্রামে থাকতে হয়েছিল।
কিন্তু সেখানে কাউকে বই পড়তে দেখিনি! বই নিয়ে আলোচনা করতে দেখিনি!
মানুষ বদলাবে কীভাবে? সবাই টাকার কুমির হতে চাচ্ছে! দেশে প্রকৃত শিক্ষিত আর প্রকৃত ভদ্রলোকের বড় অভাব। যাক, আজ ঈদের পূর্বরাতে এসব লিখে কোনো কাজ নেই।
সকলের মধ্যে জেগে উঠুক প্রেমভাব। জেগে উঠুক পরিপূর্ণ ভ্রাতৃত্ববোধ।
সকল বন্ধু, শুভাকাঙক্ষী ও প্রিয় শিক্ষার্থীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
পরিশেষে, রবীন্দ্রনাথের ভাষায় বলি:
তুমিও রবে না
আমিও রব না
দুদিনের দেখা ভবে,
প্রাণ খুলে প্রেম দিতে
পারো যদি
তাহা চিরদিন রবে।
মানুষ যেন মানুষকে ভালোবাসে। আজ শুধু এই চাওয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৬/০৪/২০২৩ভালো
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০৪/২০২৩মুগ্ধ হলাম পড়ে!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৪/২০২৩দারুণ লেখা।
-
ফয়জুল মহী ২১/০৪/২০২৩ঈদের আন্তরিক শুভেচ্ছা । আপনার সুখ ও শান্তি কামনা করি।