সুন্নতেরই নাম ভাঙিয়ে
সুন্নতেরই নাম ভাঙিয়ে
সাইয়িদ রফিকুল হক
সুন্নতেরই নাম ভাঙিয়ে
খাবি কত চাঁদা?
কালো মনটি সাদা-রংয়ে
পাক হয় না গাধা!
ভিতরে তোর পুরীষ ভরা
বাইরে শুধু লেবাস!
তোর চেহারা দেখে রোজই
শয়তান বলে শাবাশ!
ধর্ম এখন ব্যবসাখাতায়
ভণ্ড তোলে ফায়দা,
আপন কোলে ঝোল টানিতে
শণ্ঢ জানে কায়দা!
দিনদুপুরে ধর্ম-নামে
হচ্ছে পুকুরচুরি!
পরখাওয়া টাউটগুলো
বানায় বিরাট ভুঁড়ি।
মূর্খগুলো আজব-মোহে
ধরছে ভণ্ড-রশি,
ওদের ঠ্যালায় ধুলায় নামে
স্বর্গ-রবি-শশী!
সুন্নতেরই নাম ভাঙিয়ে
ব্যবসা জমে ভালো,
অর্থকড়ি আসে হাতে
ভাগ্যে জ্বলে আলো!
সাইয়িদ রফিকুল হক
১৯-০৪-২০২৩
সাইয়িদ রফিকুল হক
সুন্নতেরই নাম ভাঙিয়ে
খাবি কত চাঁদা?
কালো মনটি সাদা-রংয়ে
পাক হয় না গাধা!
ভিতরে তোর পুরীষ ভরা
বাইরে শুধু লেবাস!
তোর চেহারা দেখে রোজই
শয়তান বলে শাবাশ!
ধর্ম এখন ব্যবসাখাতায়
ভণ্ড তোলে ফায়দা,
আপন কোলে ঝোল টানিতে
শণ্ঢ জানে কায়দা!
দিনদুপুরে ধর্ম-নামে
হচ্ছে পুকুরচুরি!
পরখাওয়া টাউটগুলো
বানায় বিরাট ভুঁড়ি।
মূর্খগুলো আজব-মোহে
ধরছে ভণ্ড-রশি,
ওদের ঠ্যালায় ধুলায় নামে
স্বর্গ-রবি-শশী!
সুন্নতেরই নাম ভাঙিয়ে
ব্যবসা জমে ভালো,
অর্থকড়ি আসে হাতে
ভাগ্যে জ্বলে আলো!
সাইয়িদ রফিকুল হক
১৯-০৪-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২১/০৭/২০২৩একদম বাস্তব
-
বোরহানুল ইসলাম লিটন ২১/০৪/২০২৩বেশ!
-
ফয়জুল মহী ২০/০৪/২০২৩সুন্দর প্রকাশ