সাপ চেনা যয় না
সাপ চেনা যয় না
সাইয়িদ রফিকুল হক
সাপকে চেনা যায় না
সাপ বড় বিষাক্ত!
মানুষও এখন যে সাপের মতো!
চারিদিকে দেখি কত বিষধর সাপ
সব নাম জানা নেই!
অথবা সবার নাম বলা যায় না।
সাপেরা আসে নীরবে বন্ধু হয়ে
আবার ছোবল মারে শত্রু হয়ে!
সাপেরা খোলস ছেড়ে হয়ে যায় নতুন
তাদের চেনে না কেউ, সবাই খায় ধোঁকা।
কত সাপ মিশে আছে আমাদের মাঝে
কত সাপ প্রস্তুত দংশনের অপেক্ষায়।
সাপ চেনা যায় নাকো এই পৃথিবীতে
সকলেই সাবধান—বিষাক্ত সাপ থেকে।
সাইয়িদ রফিকুল হক
৩১-০৩-২০২৩
সাইয়িদ রফিকুল হক
সাপকে চেনা যায় না
সাপ বড় বিষাক্ত!
মানুষও এখন যে সাপের মতো!
চারিদিকে দেখি কত বিষধর সাপ
সব নাম জানা নেই!
অথবা সবার নাম বলা যায় না।
সাপেরা আসে নীরবে বন্ধু হয়ে
আবার ছোবল মারে শত্রু হয়ে!
সাপেরা খোলস ছেড়ে হয়ে যায় নতুন
তাদের চেনে না কেউ, সবাই খায় ধোঁকা।
কত সাপ মিশে আছে আমাদের মাঝে
কত সাপ প্রস্তুত দংশনের অপেক্ষায়।
সাপ চেনা যায় নাকো এই পৃথিবীতে
সকলেই সাবধান—বিষাক্ত সাপ থেকে।
সাইয়িদ রফিকুল হক
৩১-০৩-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০৪/২০২৩খুব ভাল লেখা
-
আলমগীর সরকার লিটন ০২/০৪/২০২৩সুন্দর ভাবনাময়
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৪/২০২৩কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললে মানুষ
সাপের চেয়েও বিষাক্ত হয় প্রিয় কবি! -
ফয়জুল মহী ০২/০৪/২০২৩অনেক ভালো লাগলো, শুভকামনা রইল প্রিয়