পত্রিকাতে লিখিস তোরা
পত্রিকাতে লিখিস তোরা
সাইয়িদ রফিকুল হক
পত্রিকাতে লিখিস তোরা
নিজের ইচ্ছেমতো,
মনগড়া সব, মিথ্যা-ঝুলির
আবর্জনা যতো!
দেশের কথা, লোকের কথা
গেছিস তোরা ভুলে,
এই পাপে যে চড়বি তোরা
সবাই একদিন শূলে!
গোল আলুরা একদলেতে
ভিড় করেছে ভীষণ,
সাংঘাতিক সব ক্ষেপে গিয়ে
লিখছে মিথ্যা ভাষণ।
নামেই ওদের পত্রিকা ওই
আসলে যে পার্টি,
বুকের ভিতর আছে ওদের
পাকিস্তানের ঘাঁটি।
সব রাজাকার ধরছে এখন
ব্যবসা কত রঙের,
পত্রিকাতে খবর ছাপায়
মিথ্যা-গলদ ঢংয়ের।
পত্রিকাতে লিখিস তোরা
কত ভয়াল বিষে,
দেশ-জনতা মারিস কেন
তথ্য-ত্রাসে পিষে?
সাইয়িদ রফিকুল হক
২৭-০৩-২০২৩
সাইয়িদ রফিকুল হক
পত্রিকাতে লিখিস তোরা
নিজের ইচ্ছেমতো,
মনগড়া সব, মিথ্যা-ঝুলির
আবর্জনা যতো!
দেশের কথা, লোকের কথা
গেছিস তোরা ভুলে,
এই পাপে যে চড়বি তোরা
সবাই একদিন শূলে!
গোল আলুরা একদলেতে
ভিড় করেছে ভীষণ,
সাংঘাতিক সব ক্ষেপে গিয়ে
লিখছে মিথ্যা ভাষণ।
নামেই ওদের পত্রিকা ওই
আসলে যে পার্টি,
বুকের ভিতর আছে ওদের
পাকিস্তানের ঘাঁটি।
সব রাজাকার ধরছে এখন
ব্যবসা কত রঙের,
পত্রিকাতে খবর ছাপায়
মিথ্যা-গলদ ঢংয়ের।
পত্রিকাতে লিখিস তোরা
কত ভয়াল বিষে,
দেশ-জনতা মারিস কেন
তথ্য-ত্রাসে পিষে?
সাইয়িদ রফিকুল হক
২৭-০৩-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৮/২০২৩ভালো। বেশ ভালো।
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/০৩/২০২৩খুব সুন্দর কবিতাটি!
-
ফয়জুল মহী ২৮/০৩/২০২৩দারুণ অনুভূতির প্রকাশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৩/২০২৩দারুণ লেখা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৩/২০২৩দারুণ