বইমেলাজুড়ে দেখি
বইমেলাজুড়ে দেখি
সাইয়িদ রফিকুল হক
বইমেলাজুড়ে দেখি কবিতার বই
তবুও পাই না খুঁজে একটা কবিতা!
সারাদেশ ছেয়ে গেছে কবিদের ভিড়ে
তবুও খুঁজে পাই না একজন কবি!
এখন সব মত্ত কবিতা-সেবায়
তবুও জন্মে নাকো কবিতা একটা!
ঘনঘোর কলিযুগে ছিল কত কবিতা
হৃদয়টা ভরে ছিল কবিতা আর গানে!
তখনও কবি ছিল সত্যপ্রেমিক
এখন এত আলোতে দালাল বেশি!
নেমে আসুক আবার কবিতার ঝর্না
মানুষ পাবে আবার শক্তি-ভরসা।
বইমেলাজুড়ে দেখি কবিতা নাই!
আছে শুধু কবিতার জরা-জীর্ণ লাশ।
সাইয়িদ রফিকুল হক
২৫/০২/২০২৩
সাইয়িদ রফিকুল হক
বইমেলাজুড়ে দেখি কবিতার বই
তবুও পাই না খুঁজে একটা কবিতা!
সারাদেশ ছেয়ে গেছে কবিদের ভিড়ে
তবুও খুঁজে পাই না একজন কবি!
এখন সব মত্ত কবিতা-সেবায়
তবুও জন্মে নাকো কবিতা একটা!
ঘনঘোর কলিযুগে ছিল কত কবিতা
হৃদয়টা ভরে ছিল কবিতা আর গানে!
তখনও কবি ছিল সত্যপ্রেমিক
এখন এত আলোতে দালাল বেশি!
নেমে আসুক আবার কবিতার ঝর্না
মানুষ পাবে আবার শক্তি-ভরসা।
বইমেলাজুড়ে দেখি কবিতা নাই!
আছে শুধু কবিতার জরা-জীর্ণ লাশ।
সাইয়িদ রফিকুল হক
২৫/০২/২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ২৮/০২/২০২৩ভালো
-
ফয়জুল মহী ২৫/০২/২০২৩অসাধারণ
-
ডাঃঅলোক সরকার ২৫/০২/২০২৩খুঁজলে ঠিক একদিন মানিক খুঁজে পাওয়া যাবেই।আমরা সবাই তার অনুসন্ধান করেই যাচ্ছি আর একদিন ঠিক ইউরেকা হবেই।এই আশাই রাখছি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/০২/২০২৩তবু তো চর্চা চলবে,এর মাধ্যমেই বের হয়ে আসবে আলোকিত সব কবিতা আর কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০২/২০২৩সুন্দর