তিক্ততা
তিক্ততা
মাঝে-মাঝে করল্লা খেতে হয়
তাতে বোঝা যায় তিক্ততার স্বাদ।
পৃথিবীতে সবকিছু্ই মিষ্টি নয়
তিক্ততা ঘিরে আছে আমাদের চারপাশ।
মাঝে-মাঝে করল্লা খেতে হয়
তাতে বোঝা যায় তিক্ততার স্বাদ।
পৃথিবীতে সবকিছু্ই মিষ্টি নয়
তিক্ততা ঘিরে আছে আমাদের চারপাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৬/২০২৩অনেক সুন্দর!
-
ডাঃঅলোক সরকার ২৫/০২/২০২৩তাই তো বন্ধু আমাদের পাতে সর্ব প্রথম তেতোই পরিবেশন হয়ে আসছে।তাই মিষ্টির সন্ধান চলবেই।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/০২/২০২৩তাই তো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০২/২০২৩বেশ
-
ফয়জুল মহী ০২/০২/২০২৩অনুভব অনন্য