দালালগুলোর হাতে বন্দি
দালালগুলোর হাতে বন্দি
সাইয়িদ রফিকুল হক
দালালগুলোর হাতে বন্দি
জাতির বিবেকখানা,
এই পাপীদের সব পরিচয়
আছে সবার জানা।
তবু দেখি, হচ্ছে দেশে
দালাল-কাব্য লেখা!
দালাল-রক্তে বাড়বে আরও
দালালিটা শেখা।
সবাই জানে, সবাই চেনে
তবু থাকে দালাল,
হালফ্যাশনের নেতাগুলো
হচ্ছে বুঝি মাতাল!
দালালগুলোর হাতে বন্দি
দেশের মানুষ সবাই,
এই পাপীদের হস্ত থেকে
মুক্তি কারও নাই?
সাইয়িদ রফিকুল হক
২৭-০১-২০২৩
সাইয়িদ রফিকুল হক
দালালগুলোর হাতে বন্দি
জাতির বিবেকখানা,
এই পাপীদের সব পরিচয়
আছে সবার জানা।
তবু দেখি, হচ্ছে দেশে
দালাল-কাব্য লেখা!
দালাল-রক্তে বাড়বে আরও
দালালিটা শেখা।
সবাই জানে, সবাই চেনে
তবু থাকে দালাল,
হালফ্যাশনের নেতাগুলো
হচ্ছে বুঝি মাতাল!
দালালগুলোর হাতে বন্দি
দেশের মানুষ সবাই,
এই পাপীদের হস্ত থেকে
মুক্তি কারও নাই?
সাইয়িদ রফিকুল হক
২৭-০১-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ২৫/০২/২০২৩যখন নিজেরাই নিশ্চিত হব তখন আর দালালের প্রয়োজন হবে না বৈকি!বোধহয় সময় হয়েছে কোমর ধরার মুক্ত সুস্থির সমাজ গড়ার।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০১/২০২৩দালালি চলছেই,,,
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০১/২০২৩সুন্দর ব্যাখ্যা!