বিবর্তনের খেলা
বিবর্তনের খেলা
সাইয়িদ রফিকুল হক
পৃথিবীর সবকিছুতে বিবর্তনের খেলা
চারিদিকে এখন বিবর্তন!
মানুষ হয়ে যাচ্ছে বিরাট পশু
আর পশুর চোখে মনুষ্যত্ব!
চেনা মানুষ হয়ে যায় অচেনা
আবার অচেনা হচ্ছে আপন।
মানুষের আকৃতিতে দেখছি কত বরাহ,
আবার দেখি, আসল বরাহগুলো এখন ভদ্র!
জঙ্গলের বরাহগুলো আজকাল খুব শান্ত,
কিন্তু লোকালয়ে দেখছি, অশুভ বরাহরাজি!
কচুখেকো বরাহদের তবু ধর্ম আছে—
এদের কোনো ধর্মকর্ম কিংবা মনুষ্যত্ব নেই।
সাইয়িদ রফিকুল হক
২৩-০১-২০২৩
সাইয়িদ রফিকুল হক
পৃথিবীর সবকিছুতে বিবর্তনের খেলা
চারিদিকে এখন বিবর্তন!
মানুষ হয়ে যাচ্ছে বিরাট পশু
আর পশুর চোখে মনুষ্যত্ব!
চেনা মানুষ হয়ে যায় অচেনা
আবার অচেনা হচ্ছে আপন।
মানুষের আকৃতিতে দেখছি কত বরাহ,
আবার দেখি, আসল বরাহগুলো এখন ভদ্র!
জঙ্গলের বরাহগুলো আজকাল খুব শান্ত,
কিন্তু লোকালয়ে দেখছি, অশুভ বরাহরাজি!
কচুখেকো বরাহদের তবু ধর্ম আছে—
এদের কোনো ধর্মকর্ম কিংবা মনুষ্যত্ব নেই।
সাইয়িদ রফিকুল হক
২৩-০১-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৫/০১/২০২৩কত যে আরো দেখতে হবে!!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০১/২০২৩বিবর্তন চলমান।
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০১/২০২৩অনেক সুন্দর লেখা!
-
ফয়জুল মহী ২৩/০১/২০২৩অসাধারণ লিখেছেন কবি