ভণ্ডগুলোর লেবাস বেশি
ভণ্ডগুলোর লেবাস বেশি
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডগুলোর লেবাস বেশি
আরও চাপার জোর,
হারাম খেয়ে হারাম-কাজে
তোলে অনেক শোর!
লজ্জা ওদের লোকদেখানো
মনে ব্যাধি খুব,
ওদের মতো পশু দেখে
থাকবে কেন চুপ?
ভণ্ডগুলো দেখামাত্র
করবে প্রতিবাদ,
বদকারদের অপকর্মের
মিটিয়ে দাও সাধ।
ভণ্ডগুলোর লেবাস দেখে
ভড়কে যেয়ো না,
যুক্তি দিয়ে সৎসাহসে
ভাঙবে ওদের ডানা।
সাইয়িদ রফিকুল হক
২১/০১/২০২৩
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডগুলোর লেবাস বেশি
আরও চাপার জোর,
হারাম খেয়ে হারাম-কাজে
তোলে অনেক শোর!
লজ্জা ওদের লোকদেখানো
মনে ব্যাধি খুব,
ওদের মতো পশু দেখে
থাকবে কেন চুপ?
ভণ্ডগুলো দেখামাত্র
করবে প্রতিবাদ,
বদকারদের অপকর্মের
মিটিয়ে দাও সাধ।
ভণ্ডগুলোর লেবাস দেখে
ভড়কে যেয়ো না,
যুক্তি দিয়ে সৎসাহসে
ভাঙবে ওদের ডানা।
সাইয়িদ রফিকুল হক
২১/০১/২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ২২/০১/২০২৩চমৎকার
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/০১/২০২৩সরল উচ্চারণে শক্তিশালী প্রতিবাদ।
-
আলমগীর সরকার লিটন ২২/০১/২০২৩ছন্দময় প্রকাশ কবি দা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০১/২০২৩ভাল
-
বোরহানুল ইসলাম লিটন ২২/০১/২০২৩সাবলিল উ্চ্চারণ!
-
ফয়জুল মহী ২১/০১/২০২৩খুব সুন্দর