জীবনটাকে ভালোবাসি
জীবনটাকে ভালোবাসি
সাইয়িদ রফিকুল হক
কষ্টগুলো ঢেকে রাখি
দুঃখ যতো থাকুক বাকি!
মনের ভিতর একটু হাসি
তাইলে পাবো কাছাকাছি।
বুকের মধ্যে জ্বালা আছে,
দেহের মধ্যে ব্যাধিও আছে,
তবু হাসি সুখের আশায়,
দুঃখ কেন তবু ভাসায়?
কষ্টগুলো বুকে চেপে
দুঃখ নিচ্ছি মেপে-মেপে!
মুখে তবু আছে হাসি,
জীবনটাকে ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
১৯-০১-২০২৩
সাইয়িদ রফিকুল হক
কষ্টগুলো ঢেকে রাখি
দুঃখ যতো থাকুক বাকি!
মনের ভিতর একটু হাসি
তাইলে পাবো কাছাকাছি।
বুকের মধ্যে জ্বালা আছে,
দেহের মধ্যে ব্যাধিও আছে,
তবু হাসি সুখের আশায়,
দুঃখ কেন তবু ভাসায়?
কষ্টগুলো বুকে চেপে
দুঃখ নিচ্ছি মেপে-মেপে!
মুখে তবু আছে হাসি,
জীবনটাকে ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
১৯-০১-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০১/২০২৩বেশ!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০১/২০২৩দারুণ
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০১/২০২৩নিঃসন্দেহে অনন্য!
-
ফয়জুল মহী ১৯/০১/২০২৩বাহ, খুব সুন্দর