কাকে বলবো ভালো
কাকে বলবো ভালো
সাইয়িদ রফিকুল হক
কাকে বলবো ভালো?
সত্য শুনে সবার মুখ
হয়ে যায় খুব কালো!
কাকে বলবো ভালো?
বর্ণচোরা এখন দেখি
রূপজগতের আলো!
কাকে বলবো ভালো?
চারিদিকে বসে আছে
ভিতর-বাইরে কালো!
সাইয়িদ রফিকুল হক
০৯-০১-২০২৩
সাইয়িদ রফিকুল হক
কাকে বলবো ভালো?
সত্য শুনে সবার মুখ
হয়ে যায় খুব কালো!
কাকে বলবো ভালো?
বর্ণচোরা এখন দেখি
রূপজগতের আলো!
কাকে বলবো ভালো?
চারিদিকে বসে আছে
ভিতর-বাইরে কালো!
সাইয়িদ রফিকুল হক
০৯-০১-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০১/২০২৩খুব ভালো
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/০১/২০২৩ঠিক ধরেছেন কবি। ভালো কে?
সত্য কথা শুনলে তিক্ত লাগে যে। -
Md. Rayhan Kazi ১০/০১/২০২৩অসাধারণ