রঙিন ফানুস
রঙিন ফানুস
সাইয়িদ রফিকুল হক
ধর্ম যদি বুঝতো ঠগে
শয়তানি কি থাকতো ওদের রগে?
মানুষ হওয়ার একটু চেষ্টা
করতো হয়তো বুঝে,
অমানুষের বিরাট ভিড়ে
মানুষ কি আর পাবে খুঁজে?
ঠগের বাগান চারিদিকে
খুঁজবে কোথায় মানুষ?
দেখবে সবার ছায়ার নিচে
আছে পড়ে রঙিন ফানুস!
সাইয়িদ রফিকুল হক
০১-০১-২০২৩
সাইয়িদ রফিকুল হক
ধর্ম যদি বুঝতো ঠগে
শয়তানি কি থাকতো ওদের রগে?
মানুষ হওয়ার একটু চেষ্টা
করতো হয়তো বুঝে,
অমানুষের বিরাট ভিড়ে
মানুষ কি আর পাবে খুঁজে?
ঠগের বাগান চারিদিকে
খুঁজবে কোথায় মানুষ?
দেখবে সবার ছায়ার নিচে
আছে পড়ে রঙিন ফানুস!
সাইয়িদ রফিকুল হক
০১-০১-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০১/২০২৩রঙিন ফানুস। সুন্দর।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০১/২০২৩সমালোচনামূলক ও মূল্যবোধ জাগানো কবিতা। ভাল লাগলো।
-
শ.ম. শহীদ ০২/০১/২০২৩ভালো লাগলো।
নববর্ষের শুভেচ্ছা রইলো প্রিয় কবি। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০১/২০২৩ভাল
-
ফয়জুল মহী ০১/০১/২০২৩অসাধারণ ভাবনা। দারুন লিখেছেন কবি