সাধু সাবধান
সাধু সাবধান
সত্য বেশি বলবেন না
পিঠে পড়বে ডান্ডার বাড়ি!
ভালোমানুষ সাজবেন না
টিকবে না হাজি-খেতাব গাড়ি।
সত্যপথে বেশি চললে
শত্রু হানা দিবে দুয়ারে,
বরাহ সব বাইরে এসে
আপনাকে ভরবে খোঁয়াড়ে।
সময় থাকতে সাবধান
ফিরে যাও হে সাধুপাড়ায়,
সত্য বলে সত্য ধরে
কেন দাঁড়াবে বিপদখাঁড়ায়!
সত্য বেশি বলবেন না
পিঠে পড়বে ডান্ডার বাড়ি!
ভালোমানুষ সাজবেন না
টিকবে না হাজি-খেতাব গাড়ি।
সত্যপথে বেশি চললে
শত্রু হানা দিবে দুয়ারে,
বরাহ সব বাইরে এসে
আপনাকে ভরবে খোঁয়াড়ে।
সময় থাকতে সাবধান
ফিরে যাও হে সাধুপাড়ায়,
সত্য বলে সত্য ধরে
কেন দাঁড়াবে বিপদখাঁড়ায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৪/২০২৩অনেক সুন্দর কবিতাটি!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০১/২০২৩খুব সুন্দর লেখা।
-
শ.ম. শহীদ ০১/০১/২০২৩খুব সুন্দর হয়েছে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩১/১২/২০২২ভাল
-
ফয়জুল মহী ৩০/১২/২০২২সুন্দর লিখেছেন
ভালো লাগলো