আকাশটাকে ছুঁইতে গিয়ে
আকাশটাকে ছুঁইতে গিয়ে
সাইয়িদ রফিকুল হক
আকাশটাকে ছুঁইতে গিয়ে
হোঁচট খেলাম জোরে,
খাদের পাশে গেলাম পড়ে
অনেক শব্দে ভোরে!
আকাশ নাকি যায় না ছোঁওয়া
অধরাই সে থাকে,
তবু কেন লোভ দেখিয়ে
আকাশ আমায় ডাকে!
শক্তিমানের হয় না বিচার
সাজা পাবে ছোটো,
আকাশমণির ডাক শুনে তাই
করবে কেন টো-টো?
নিজের মাঝে যাও রে ডুবে
আর দেখো না আকাশ,
সাধ্যসুধায় মগ্ন হয়ে
মন ভরে নাও বাতাস।
আকাশটাকে ছুঁইতে গিয়ে
করছি নিজের ক্ষতি,
জীবনফুল তাই যাচ্ছে ঝরে
হোঁচট খেয়ে অতি।
সাইয়িদ রফিকুল হক
২৪-১২-২০২২
সাইয়িদ রফিকুল হক
আকাশটাকে ছুঁইতে গিয়ে
হোঁচট খেলাম জোরে,
খাদের পাশে গেলাম পড়ে
অনেক শব্দে ভোরে!
আকাশ নাকি যায় না ছোঁওয়া
অধরাই সে থাকে,
তবু কেন লোভ দেখিয়ে
আকাশ আমায় ডাকে!
শক্তিমানের হয় না বিচার
সাজা পাবে ছোটো,
আকাশমণির ডাক শুনে তাই
করবে কেন টো-টো?
নিজের মাঝে যাও রে ডুবে
আর দেখো না আকাশ,
সাধ্যসুধায় মগ্ন হয়ে
মন ভরে নাও বাতাস।
আকাশটাকে ছুঁইতে গিয়ে
করছি নিজের ক্ষতি,
জীবনফুল তাই যাচ্ছে ঝরে
হোঁচট খেয়ে অতি।
সাইয়িদ রফিকুল হক
২৪-১২-২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৪/১২/২০২২অনবদ্য বুনন কবি
-
অভিজিৎ হালদার ২৪/১২/২০২২ভাল