কী আজব ব্যাপার
কী আজব ব্যাপার
সাইয়িদ রফিকুল হক
মাথা যেন শূন্যে ভেসে চলে!
কে যেন আমার মনের বাইরে
কী সব আজব কথা বলে!
মন জানে না আজ মনের খবর!
কাছে কিংবা দূরে হৃদয়-রাঙানো
বাদ্য বাজছে জোরসে যবর!
মন যে বসে আছে আজ ঘরে
মাথা যেন ভেসে বেড়ায় শূন্যে!
হৃদয়-জ্বালাতন সইতে পারি না
আজ কোনোমতে একেবারে ন্যূনে।
সাইয়িদ রফিকুল হক
২৩-১২-২০২২
সাইয়িদ রফিকুল হক
মাথা যেন শূন্যে ভেসে চলে!
কে যেন আমার মনের বাইরে
কী সব আজব কথা বলে!
মন জানে না আজ মনের খবর!
কাছে কিংবা দূরে হৃদয়-রাঙানো
বাদ্য বাজছে জোরসে যবর!
মন যে বসে আছে আজ ঘরে
মাথা যেন ভেসে বেড়ায় শূন্যে!
হৃদয়-জ্বালাতন সইতে পারি না
আজ কোনোমতে একেবারে ন্যূনে।
সাইয়িদ রফিকুল হক
২৩-১২-২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিবগাতুর রহমান ২৭/১২/২০২২বাহ্ সুন্দর লিখেছেন
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/১২/২০২২নিঃসন্দেহে অনন্য!
-
অভিজিৎ হালদার ২৪/১২/২০২২ভাল ভাব্না
-
তাবেরী ২৪/১২/২০২২চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/১২/২০২২অনবদ্য