ভাগ্য খামচে ধরে
ভাগ্য খামচে ধরে
সাইয়িদ রফিকুল হক
সামনে এগিয়ে যেতে চাই
ভাগ্য খামচে ধরে
পিছনদিক থেকে যে!
লেগে থাকে ছায়ার মতন
নাঙা তরবারি হাতে।
মানুষ এগিয়ে যেতে চায়
তবু নিয়তি দাঁড়ায়
সামনে প্রাচীর হয়ে।
মানুষের সবখানে বাধা
সবখানেই নিয়তি!
কবে মুক্তি পাবে মানুষ
নিয়তি-ছোবল থেকে?
সর্বনাশা ভাগ্য আর
দাঁড়াবে না বাধা হয়ে।
সাইয়িদ রফিকুল হক
১৮-১২-২০২২
সাইয়িদ রফিকুল হক
সামনে এগিয়ে যেতে চাই
ভাগ্য খামচে ধরে
পিছনদিক থেকে যে!
লেগে থাকে ছায়ার মতন
নাঙা তরবারি হাতে।
মানুষ এগিয়ে যেতে চায়
তবু নিয়তি দাঁড়ায়
সামনে প্রাচীর হয়ে।
মানুষের সবখানে বাধা
সবখানেই নিয়তি!
কবে মুক্তি পাবে মানুষ
নিয়তি-ছোবল থেকে?
সর্বনাশা ভাগ্য আর
দাঁড়াবে না বাধা হয়ে।
সাইয়িদ রফিকুল হক
১৮-১২-২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২২/১২/২০২২ভাল বেশ
-
আলমগীর সরকার লিটন ২১/১২/২০২২বেশ সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ২০/১২/২০২২চমৎকার!
-
ফয়জুল মহী ১৮/১২/২০২২চমৎকার অনুভূতির প্রকাশ!
খুব ভালো লাগলো লেখাটা!