পৃথিবী এখন জ্বলছে
পৃথিবী এখন জ্বলছে
সাইয়িদ রফিকুল হক
শয়তানের হাতে কবিতা শোভা পায় না,
মানুষের হাতে মানুষ কখনো মরে না,
পশুরা কখনো মানুষের মতো হয় না,
জীবনের কথা কেউ কখনো ভাবে না।
পৃথিবী এখন মানুষের পাপে জ্বলছে!
মানুষের মন ভরে আছে শুধু আগুনে।
শয়তানের হাতে এখন অনেক ক্ষমতা
তবু সুখি নয় দুনিয়ার কোনো শয়তান!
আজকাল দেখি পাপীরা ঘুমায় গদিতে,
পুণ্যবানেরা মাটিতে খাচ্ছে গড়াগড়ি!
পৃথিবী চলছে পৃথিবীর সেই নিয়মে।
এখানে কখনো তৈরি হয় নাকো আইন
টাকার দাপটে আইন চলছে গৌরবে,
পৃথিবী ভোলে না মানুষের কোনো সৌরভে।
সাইয়িদ রফিকুল হক
২৯-১১-২০২২
সাইয়িদ রফিকুল হক
শয়তানের হাতে কবিতা শোভা পায় না,
মানুষের হাতে মানুষ কখনো মরে না,
পশুরা কখনো মানুষের মতো হয় না,
জীবনের কথা কেউ কখনো ভাবে না।
পৃথিবী এখন মানুষের পাপে জ্বলছে!
মানুষের মন ভরে আছে শুধু আগুনে।
শয়তানের হাতে এখন অনেক ক্ষমতা
তবু সুখি নয় দুনিয়ার কোনো শয়তান!
আজকাল দেখি পাপীরা ঘুমায় গদিতে,
পুণ্যবানেরা মাটিতে খাচ্ছে গড়াগড়ি!
পৃথিবী চলছে পৃথিবীর সেই নিয়মে।
এখানে কখনো তৈরি হয় নাকো আইন
টাকার দাপটে আইন চলছে গৌরবে,
পৃথিবী ভোলে না মানুষের কোনো সৌরভে।
সাইয়িদ রফিকুল হক
২৯-১১-২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/১২/২০২২নাইস
-
মোঃ মেহেদী হাসান মান্না ০৩/১২/২০২২বাহ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/১২/২০২২ভাল
-
জাজাফী ০২/১২/২০২২শয়তানের হাতে কবিতা শোভা পায় না। কী অসাধারণ লাইন।
-
বোরহানুল ইসলাম লিটন ০২/১২/২০২২সময়ের সাবলিল উচ্চারণ প্রিয় কবি!
-
ফয়জুল মহী ২৯/১১/২০২২একটি ভালো মানের কবিতা
শুভ কামনা রইল আপনার জন্য।