মানুষগুলো পুতুল এখন
মানুষগুলো পুতুল এখন
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো পুতুল হয়ে
চলছে পরের হাতে,
বন-শুয়োরও ছলে-বলে
উঠছে এখন জাতে!
হরেক রঙের বাহার দেখে
যায় না চেনা মানুষ,
রূপ দেখে তাই হয় যে মনে
এরা বুঝি ফানুস!
অসীম স্বার্থে বিবেক নষ্ট
মনটা আবার পরের,
মানুষগুলোর মাথা গেছে
কীই-বা আছে নিজের?
পরের হাতের পুতুল হয়ে
বেড়ায় চষে পাতাল,
লোভসাগরে ডুবে-ডুবে
সবাই আজই মাতাল!
একদিন যারা মানুষ ছিল
আজকে তারা পুতুল,
ভুল ভেঙে কি জাগবে এদের
স্বর্ণবিবেক অতুল?
সাইয়িদ রফিকুল হক
২৬-১১-২০২২
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো পুতুল হয়ে
চলছে পরের হাতে,
বন-শুয়োরও ছলে-বলে
উঠছে এখন জাতে!
হরেক রঙের বাহার দেখে
যায় না চেনা মানুষ,
রূপ দেখে তাই হয় যে মনে
এরা বুঝি ফানুস!
অসীম স্বার্থে বিবেক নষ্ট
মনটা আবার পরের,
মানুষগুলোর মাথা গেছে
কীই-বা আছে নিজের?
পরের হাতের পুতুল হয়ে
বেড়ায় চষে পাতাল,
লোভসাগরে ডুবে-ডুবে
সবাই আজই মাতাল!
একদিন যারা মানুষ ছিল
আজকে তারা পুতুল,
ভুল ভেঙে কি জাগবে এদের
স্বর্ণবিবেক অতুল?
সাইয়িদ রফিকুল হক
২৬-১১-২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/১১/২০২২চমৎকার লিখেছেন।
-
আলমগীর সরকার লিটন ২৭/১১/২০২২বেশ ছন্দময়
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/১১/২০২২খুব সুন্দর লেখা!
-
ফয়জুল মহী ২৬/১১/২০২২মাশাআল্লাহ চমৎকার লেখা