অন্য জাতের ব্যাঙ
অন্য জাতের ব্যাঙ
সাইয়িদ রফিকুল হক
ব্যাঙ-লাফানো মানুষগুলো দিচ্ছে ভীষণ লাফ,
শয়তানিটা ভালোই জানে, চায় না ওরা মাফ!
কাজ করে না মূর্খগুলো, লাফায় শুধু ঢঙে,
ওদের সঙ্গে গাট্টা বাঁধে আরও কত সঙে!
এইখানেতে পাগল অনেক, কোনটা বলি ভালো,
সবখানে তাই আসছে ঘনায় স্বার্থ-আঁধার কালো।
ভালোকিছু দেখলে এরা চুপটি করে থাকে,
গুজব-গজব খেয়ে শুধু ব্যাঙের মতো ডাকে!
আমার দেশের ভাগ্যটাকে খামচে ধরছে শ্বাপদ,
দেশের ক্ষতি করছে এখন অন্য জাতের আপদ।
বীরের দেশে ব্যাঙ-লাফানি থাকবে কত শুনি?
ব্যাঙগুলোকে জলে ভাসায় এসো স্বপ্ন বুনি।
সাইয়িদ রফিকুল হক
২৬-১১-২০২২
সাইয়িদ রফিকুল হক
ব্যাঙ-লাফানো মানুষগুলো দিচ্ছে ভীষণ লাফ,
শয়তানিটা ভালোই জানে, চায় না ওরা মাফ!
কাজ করে না মূর্খগুলো, লাফায় শুধু ঢঙে,
ওদের সঙ্গে গাট্টা বাঁধে আরও কত সঙে!
এইখানেতে পাগল অনেক, কোনটা বলি ভালো,
সবখানে তাই আসছে ঘনায় স্বার্থ-আঁধার কালো।
ভালোকিছু দেখলে এরা চুপটি করে থাকে,
গুজব-গজব খেয়ে শুধু ব্যাঙের মতো ডাকে!
আমার দেশের ভাগ্যটাকে খামচে ধরছে শ্বাপদ,
দেশের ক্ষতি করছে এখন অন্য জাতের আপদ।
বীরের দেশে ব্যাঙ-লাফানি থাকবে কত শুনি?
ব্যাঙগুলোকে জলে ভাসায় এসো স্বপ্ন বুনি।
সাইয়িদ রফিকুল হক
২৬-১১-২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ২৭/১১/২০২২দারুণ বলেছেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১১/২০২২দারুণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/১১/২০২২বেশ প্রকাশ।
-
ফয়জুল মহী ২৫/১১/২০২২অনন্য প্রকাশ।