গোলাপ হয়ে ফুটবে তুমি
গোলাপ হয়ে ফুটবে তুমি
সাইয়িদ রফিকুল হক
মনে তোমার ভীষণ ব্যাধি গোলাপ ফুটবে কেমন করে!
রাগের পাহাড় রাখো কেন মনের ভিতর সযত্নে ধরে?
গোলাপ হয়ে ফুটতে কেন পারো নাকো তুমি একটুখানি!
রাগের পাহাড় ভেঙে ফেলে করতে পারবে মেহেরবানি?
অনেক আশা দেখবো চেয়ে গোলাপ ফুটতে তোমার মনে,
কোথায় তুমি হারিয়ে গেলে সবকিছু ফেলে বিজন বনে!
২১-১১-২০২২
সাইয়িদ রফিকুল হক
মনে তোমার ভীষণ ব্যাধি গোলাপ ফুটবে কেমন করে!
রাগের পাহাড় রাখো কেন মনের ভিতর সযত্নে ধরে?
গোলাপ হয়ে ফুটতে কেন পারো নাকো তুমি একটুখানি!
রাগের পাহাড় ভেঙে ফেলে করতে পারবে মেহেরবানি?
অনেক আশা দেখবো চেয়ে গোলাপ ফুটতে তোমার মনে,
কোথায় তুমি হারিয়ে গেলে সবকিছু ফেলে বিজন বনে!
২১-১১-২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২২/১১/২০২২লেখাটা অনেক সুন্দর!
-
ফয়জুল মহী ২১/১১/২০২২অসাধারণ লেখা মুগ্ধ হলাম
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/১১/২০২২সুন্দর অনুভূতির প্রকাশ।