স্বার্থপর মধ্যবিত্ত
স্বার্থপর মধ্যবিত্ত
স্বার্থপর মধ্যবিত্ত শুধু নিজে বাঁচতে চায়
নিজের আখের গোছাতে খুব ব্যস্ত এরা
এদের হাতে কখনো নিরাপদ নয় দেশ
তবু এদের দেখি দেশ নিয়ে কী আস্ফালন!
স্বার্থের নেশায় ডুবে আছে শিয়ালগুলো
আকাশে উঠেছে রূপালি চাঁদ
তবুও কেউ তা দেখে না চেয়ে!
সবাই খোঁজে নর্দমায় ডুবে টাকা!
টাকার নামে এদেশে অনেকেই হিসাবি
তারাও এখন বলে নীতিকথার বিশাল বাক্য।
স্বার্থপর মধ্যবিত্ত শুধু নিজে বাঁচতে চায়
নিজের আখের গোছাতে খুব ব্যস্ত এরা
এদের হাতে কখনো নিরাপদ নয় দেশ
তবু এদের দেখি দেশ নিয়ে কী আস্ফালন!
স্বার্থের নেশায় ডুবে আছে শিয়ালগুলো
আকাশে উঠেছে রূপালি চাঁদ
তবুও কেউ তা দেখে না চেয়ে!
সবাই খোঁজে নর্দমায় ডুবে টাকা!
টাকার নামে এদেশে অনেকেই হিসাবি
তারাও এখন বলে নীতিকথার বিশাল বাক্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/১১/২০২২সময়ের সাবলিল উচ্চারণ!
-
ফয়জুল মহী ১৮/১১/২০২২পাঠে ভালো লাগলো