পশুর মুখে ধর্মকথা
পশুর মুখে ধর্মকথা
সাইয়িদ রফিকুল হক
পশুর মুখে ধর্মকথা!
মনে লাগে ভীষণ ব্যথা।
পশুরাও আজ ধার্মিক হচ্ছে!
নিজেদের পাপ ঢাকতে এখন
ধর্মকথা কচ্ছে।
ধর্ম এখন কারও-কারও
ব্যবসাপাতির বিরাট চালান!
ধর্ম বেচেই করছে ওরা
বিরাটবড় কয়খান দালান।
পশুর মুখে ধর্মকথা!
দেখশুনে ঘোরে মাথা।
সাইয়িদ রফিকুল হক
০৩/১১/২০২২
সাইয়িদ রফিকুল হক
পশুর মুখে ধর্মকথা!
মনে লাগে ভীষণ ব্যথা।
পশুরাও আজ ধার্মিক হচ্ছে!
নিজেদের পাপ ঢাকতে এখন
ধর্মকথা কচ্ছে।
ধর্ম এখন কারও-কারও
ব্যবসাপাতির বিরাট চালান!
ধর্ম বেচেই করছে ওরা
বিরাটবড় কয়খান দালান।
পশুর মুখে ধর্মকথা!
দেখশুনে ঘোরে মাথা।
সাইয়িদ রফিকুল হক
০৩/১১/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৫/১১/২০২২বেশ ভালো
-
শ.ম. শহীদ ০৫/১১/২০২২পশুর ধর্ম আছে কিন্তু মানবপশুর ধর্ম নাই।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/১১/২০২২নাইস
-
ফয়জুল মহী ০৪/১১/২০২২আপনার অসাধারণ লেখনীতে ভীষণ রকমের মুগ্ধ হলাম