মনের মানুষ রয় না মনে
মনের মানুষ রয় না মনে
সাইয়িদ রফিকুল হক
মনের মানুষ রয় না মনে
কেমন দুঃখের কথা,
প্রিয় মানুষ যায় হারিয়ে
লাগে ভীষণ ব্যথা!
মানুষ যেন হচ্ছে কেমন!
স্বার্থ খোঁজে শুধু,
মৌমাছিরা যেমনি খোঁজে
হরেক ফুলের মধু!
মানুষগুলো এমন হলে
বাঁচবে কিনা বিশ্ব!
লোভে-পাপে সবাই হবে
শয়তানেরই শিষ্য?
আয় রে তোরা, আয় রে আবার
একটু মানুষ হ-না,
কুটিল মুখে ফুটবে হাসি
হবি চাঁদের কণা!
লাভের হিসাব দে-না চুকায়
মনটা করে বড়ো,
জগতজুড়ে সোনার মানুষ
হবে আবার জড়ো।
মনের মানুষ রয় না মনে
কী যে খোঁজে নষ্টে!
শ্রদ্ধা-প্রেমের অবসানে
জীবন কাটবে কষ্টে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সাইয়িদ রফিকুল হক
মনের মানুষ রয় না মনে
কেমন দুঃখের কথা,
প্রিয় মানুষ যায় হারিয়ে
লাগে ভীষণ ব্যথা!
মানুষ যেন হচ্ছে কেমন!
স্বার্থ খোঁজে শুধু,
মৌমাছিরা যেমনি খোঁজে
হরেক ফুলের মধু!
মানুষগুলো এমন হলে
বাঁচবে কিনা বিশ্ব!
লোভে-পাপে সবাই হবে
শয়তানেরই শিষ্য?
আয় রে তোরা, আয় রে আবার
একটু মানুষ হ-না,
কুটিল মুখে ফুটবে হাসি
হবি চাঁদের কণা!
লাভের হিসাব দে-না চুকায়
মনটা করে বড়ো,
জগতজুড়ে সোনার মানুষ
হবে আবার জড়ো।
মনের মানুষ রয় না মনে
কী যে খোঁজে নষ্টে!
শ্রদ্ধা-প্রেমের অবসানে
জীবন কাটবে কষ্টে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৯/১১/২০২২সুন্দর
-
শ.ম. শহীদ ০৩/১১/২০২২অসাধারণ হয়েছে সম্মানিত কবি। নিরন্তর ভালোবাসা রইলো।
-
বোরহানুল ইসলাম লিটন ০২/১১/২০২২চতুর্থ স্তবকে অনন্য আহ্বান রাখলেন প্রিয় কবি!
মুগ্ধতা ও শুভ কামনা রাখলাম শতভাগ! -
ফয়জুল মহী ০১/১১/২০২২অসাধারণ বাস্তবমুখী কবিতা সুন্দর শব্দ চয়ন গভীর ভাব ব্যঞ্জনা