সবাই নয়
সবাই নয়
সব ফুলে পূজা হয় না
বিশেষ ফুলে হয়
সব মানুষই কাজে লাগে না
জীবনে কেউ-কেউ কাজে লাগে।
সব ফুল পূজায় লাগে না
কিছু ফুল হৃদয়ে থাকে
সবাইকে তুমি ঠাঁই দিয়ো না বুকে
জীবনে কেউ-একজন হয়তো ভালোবাসে।
সব ফুলে পূজা হয় না
বিশেষ ফুলে হয়
সব মানুষই কাজে লাগে না
জীবনে কেউ-কেউ কাজে লাগে।
সব ফুল পূজায় লাগে না
কিছু ফুল হৃদয়ে থাকে
সবাইকে তুমি ঠাঁই দিয়ো না বুকে
জীবনে কেউ-একজন হয়তো ভালোবাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৭/১০/২০২২সুন্দর লিখেছেন
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/১০/২০২২বেশ অনুভবী উচ্চরণ।
-
মোহাম্মদ তারেক ২৬/১০/২০২২চমৎকার দর্শণ--