সরলতা
সরলতা
কাউকে খুঁজে পাই না সবুজ মাঠের কোণে
সবাই গেছে লাভের হিসাবটুকু কষতে!
আগের মতো খুশিতে কেউ আসে না এমনি
সবাই ব্যস্ত আজ অর্থকরী-জগতে।
সারল্যেভরা মুখ ঝলছে গেছে হঠাৎ
পরার্থে প্রাণ আছে কোথায় বলতে পারো?
কেউ আসে নাকো মাঠে মুক্ত বাতাস নিতে
সবাই এখন খুব ঘরকুণো হয়েছে যে!
কাউকে খুঁজে পাই না সবুজ মাঠের কোণে
সবাই গেছে লাভের হিসাবটুকু কষতে!
আগের মতো খুশিতে কেউ আসে না এমনি
সবাই ব্যস্ত আজ অর্থকরী-জগতে।
সারল্যেভরা মুখ ঝলছে গেছে হঠাৎ
পরার্থে প্রাণ আছে কোথায় বলতে পারো?
কেউ আসে নাকো মাঠে মুক্ত বাতাস নিতে
সবাই এখন খুব ঘরকুণো হয়েছে যে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৬/১০/২০২২অনন্য অনুভবী উচ্চারণ!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/১০/২০২২দারুণ
-
আলমগীর সরকার লিটন ২৫/১০/২০২২সুন্দর অনুভব
-
ফয়জুল মহী ২৪/১০/২০২২অসাধারণ উপস্থাপন।