গায়ের জোরে ধর্ম
গায়ের জোরে ধর্ম
সাইয়িদ রফিকুল হক
জোর করে তুই ধর্ম খাওয়ায়
মানুষ মারবি রোজ!
ধর্ম বুঝি তোদের মতো
পশু-বাঁচার ভোজ।
নিজের স্বার্থে ধর্মটাকে
বানাস নারে কল,
জোর-জুলুমের ভীষণ পাপে
পাবি একদিন ফল।
কে বলেছে গায়ের জোরে
ধর্ম চালু করতে?
লোভআগুনের ধর্মমোহে
কেউ চায় না মরতে।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০২২
সাইয়িদ রফিকুল হক
জোর করে তুই ধর্ম খাওয়ায়
মানুষ মারবি রোজ!
ধর্ম বুঝি তোদের মতো
পশু-বাঁচার ভোজ।
নিজের স্বার্থে ধর্মটাকে
বানাস নারে কল,
জোর-জুলুমের ভীষণ পাপে
পাবি একদিন ফল।
কে বলেছে গায়ের জোরে
ধর্ম চালু করতে?
লোভআগুনের ধর্মমোহে
কেউ চায় না মরতে।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০২/১০/২০২২ধর্ম শান্তির বাহক!
-
আমিনুল ইসলাম (রিয়াজ) ০১/১০/২০২২ধর্মের মোহে তো দেশ ভাগ হলো
-
শ.ম. শহীদ ৩০/০৯/২০২২চমৎকার হয়েছে সম্মানিত কবি। অভিনন্দন জানাই সাথে শুভেচ্ছা ও ভালোবাসা।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩০/০৯/২০২২ভালো লাগলো
-
ফয়জুল মহী ২৯/০৯/২০২২দারুণ কাব্যশৈলী,