তোমাকে ডাকবো পশু বলে
তোমাকে ডাকবো পশু বলে
সাইয়িদ রফিকুল হক
হাতে কেন মেহেদি লাগাও!
মনে লাগাও রঙ।
বুকের ভিতরে যত কালো আছে
সব ধুয়েমুছে দাও রঙিন জলে।
বাইরে তুমি খুব ফর্সা-রূপবান
কিন্তু ভিতরে কালো!
এমন আজব রূপের কী প্রয়োজন!
মুখোশের ভিতরে বসে আছো তুমি,
কোথায় তোমার সরসতা?
নগ্নরূপের শালীনতা ঢাকতে পারে না
ভিতরের বিকাশমান পশুত্বকে।
তুমি একদিন মানুষ ছিলে
আজকে তোমার ভিতরে নেই
মানুষের কোনো ছায়া!
তোমাকে ডাকবো আজ থেকে পশু বলে।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৯২০২২
সাইয়িদ রফিকুল হক
হাতে কেন মেহেদি লাগাও!
মনে লাগাও রঙ।
বুকের ভিতরে যত কালো আছে
সব ধুয়েমুছে দাও রঙিন জলে।
বাইরে তুমি খুব ফর্সা-রূপবান
কিন্তু ভিতরে কালো!
এমন আজব রূপের কী প্রয়োজন!
মুখোশের ভিতরে বসে আছো তুমি,
কোথায় তোমার সরসতা?
নগ্নরূপের শালীনতা ঢাকতে পারে না
ভিতরের বিকাশমান পশুত্বকে।
তুমি একদিন মানুষ ছিলে
আজকে তোমার ভিতরে নেই
মানুষের কোনো ছায়া!
তোমাকে ডাকবো আজ থেকে পশু বলে।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৯২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৮/০৯/২০২২বেশ বোধময়
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৯/২০২২মনের সৌন্দর্যেই মানুষ!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৯/২০২২বেশ