আজও খুঁজি সেই কথা
আজও খুঁজি সেই কথা
সাইয়িদ রফিকুল হক
কথাগুলো দিয়ে একটা মালা গাঁথতে চেয়েছিলাম
কিন্তু কথাগুলোকে কে যেন ফালি-ফালি করে
কেটে ফেলেছে কাল রাতে!
নিদারুণ অভিমানে মরে গেছে সবকথা তাই।
কারও-কারও মুখ ব্লেডের চেয়ে ধারালো
কোনোকিছু মানে না সে মুখ!
শুধু নিজের খুশিতে কেটেকুটে শেষ করে ফেলে সব।
অনেক কথার বদৌলতে হতো হয়তো একটি মালা
কিন্তু সবকথা কে যেন কেটে ফেলেছে কুচি-কুচি করে।
কথাগুলো ব্যবচ্ছেদ করেও মেরে ফেলতে পারেনি ওরা
সব কথা আজও তাই ভেসে বেড়ায় গোপন বাতাসে
আহত কথামালা কানাকানি করছে পৃথিবীর বুকে।
সব কথা হারিয়ে যায় না—আজও খুঁজি সেই কথা!
১৮/০৯/২০২২
সাইয়িদ রফিকুল হক
কথাগুলো দিয়ে একটা মালা গাঁথতে চেয়েছিলাম
কিন্তু কথাগুলোকে কে যেন ফালি-ফালি করে
কেটে ফেলেছে কাল রাতে!
নিদারুণ অভিমানে মরে গেছে সবকথা তাই।
কারও-কারও মুখ ব্লেডের চেয়ে ধারালো
কোনোকিছু মানে না সে মুখ!
শুধু নিজের খুশিতে কেটেকুটে শেষ করে ফেলে সব।
অনেক কথার বদৌলতে হতো হয়তো একটি মালা
কিন্তু সবকথা কে যেন কেটে ফেলেছে কুচি-কুচি করে।
কথাগুলো ব্যবচ্ছেদ করেও মেরে ফেলতে পারেনি ওরা
সব কথা আজও তাই ভেসে বেড়ায় গোপন বাতাসে
আহত কথামালা কানাকানি করছে পৃথিবীর বুকে।
সব কথা হারিয়ে যায় না—আজও খুঁজি সেই কথা!
১৮/০৯/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২০/০৯/২০২২পড়ে ভাল লাগলো।
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০৯/২০২২সুন্দর বলেছেন!
-
ফয়জুল মহী ১৯/০৯/২০২২প্রাণবন্ত
চমৎকার লিখেছেন কবি ভাই