পথের ভিতরে পথ
পথের ভিতরে পথ
সাইয়িদ রফিকুল হক
পথের ভিতরে পথ ঢুকে গেছে
মনের ভিতরে মন,
জীবন-ভিতরে ঢুকে আছে যেন
হিমালয়সম পণ!
বুকের ভিতরে দেখেছি এখন
কত যে পাপের ফুল!
জীবন-খেলায় তবু ভাঙে নারে
কারও মনের ভুল!
পথের ভিতরে পথ শুয়ে আছে
হৃদয়-মধ্যে ধন!
ধনরাশি যারা চিনেছে আজকে
তারা চিনবে না স্বজন।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
১৭/০৯/২০২২
সাইয়িদ রফিকুল হক
পথের ভিতরে পথ ঢুকে গেছে
মনের ভিতরে মন,
জীবন-ভিতরে ঢুকে আছে যেন
হিমালয়সম পণ!
বুকের ভিতরে দেখেছি এখন
কত যে পাপের ফুল!
জীবন-খেলায় তবু ভাঙে নারে
কারও মনের ভুল!
পথের ভিতরে পথ শুয়ে আছে
হৃদয়-মধ্যে ধন!
ধনরাশি যারা চিনেছে আজকে
তারা চিনবে না স্বজন।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
১৭/০৯/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু বক্কর ২৫/০৯/২০২২দারুণ অর্থবহ কবিতা। ধন্যবাদ ভাই।
-
আলমগীর সরকার লিটন ১৮/০৯/২০২২সুন্দর ছন্দময়
-
ন্যান্সি দেওয়ান ১৭/০৯/২০২২ভাল লেগেছে