বুদ্ধি জমাই চলো
নষ্ট মাথায় বুদ্ধি গজায়,
বুদ্ধি জমায় বুদ্ধি-রাজায়!
বুদ্ধি নাকি বুকের বল,
একটুখানি বুদ্ধি জমাই চল্।
কতজনের কত বুদ্ধি!
আপনমনে আত্মশুদ্ধি।
পুণ্যজীবন চাইলে তুমি,
বুদ্ধি-কদম ধরবে চুমি।
মনের ভিতর ইচ্ছা সদাই,
জীবনভরে বুদ্ধি জমাই।
বুদ্ধি জমায় বুদ্ধি-রাজায়!
বুদ্ধি নাকি বুকের বল,
একটুখানি বুদ্ধি জমাই চল্।
কতজনের কত বুদ্ধি!
আপনমনে আত্মশুদ্ধি।
পুণ্যজীবন চাইলে তুমি,
বুদ্ধি-কদম ধরবে চুমি।
মনের ভিতর ইচ্ছা সদাই,
জীবনভরে বুদ্ধি জমাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১০/১০/২০২২
-
আখলাক হুসাইন ১৭/০৯/২০২২সুন্দর
-
সুসঙ্গ শাওন ১৫/০৯/২০২২চমৎকার কবি
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৯/২০২২অনেক সুন্দর লিখেছেন!
জমিয়ে রাখি বস্তা ভরে
সময় মত করবো বার-
দু’য়ে তিনে মিলবে চার!