পরচুলা পরে ভাব নিয়ে
পরচুলা পরে ভাব নিয়ে
কতদূরে যাবে তুমি হে?
তোমার মুখোশ একদিন
বেরিয়ে আসবে থলের বিড়ালের মতো।
পোশাকি মানুষ আবর্জনা
এর চেয়ে ভালো যাদের কোনো পোশাক নেই!
কতদূরে যাবে তুমি হে?
তোমার মুখোশ একদিন
বেরিয়ে আসবে থলের বিড়ালের মতো।
পোশাকি মানুষ আবর্জনা
এর চেয়ে ভালো যাদের কোনো পোশাক নেই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ১৭/০৯/২০২২বাস্তবতা
-
আলমগীর সরকার লিটন ১১/০৯/২০২২লজ্জা মজ্জা কিছুই নাই
পোশাকে করি বাহার----------------- -
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/০৯/২০২২অনেক সুন্দর হয়েছে।