তোরা হইবি ভালোমানুষ
তোরা হইবি ভালোমানুষ
গাঁজা খাইবি একসাথে,
চুরি করবি গভীর রাতে।
ভাব দেখাবি ভালোলোকের,
লজ্জা নেই তোর চোখের?
পাপ করবি তোরা দলবেঁধে,
আর ঝগড়া করবি সেধে!
তোরা হইবি ভালোমানুষ,
মনের সুখে উড়াবি ফানুস!
গাঁজা খাইবি একসাথে,
চুরি করবি গভীর রাতে।
ভাব দেখাবি ভালোলোকের,
লজ্জা নেই তোর চোখের?
পাপ করবি তোরা দলবেঁধে,
আর ঝগড়া করবি সেধে!
তোরা হইবি ভালোমানুষ,
মনের সুখে উড়াবি ফানুস!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৪/০৯/২০২২
-
আলমগীর সরকার লিটন ০৪/০৯/২০২২বেশ বাউলিপনার প্রকাশ কবি দা
-
Md. Rayhan Kazi ০৩/০৯/২০২২চমৎকার
তাই মানুষের মাথায় চড়ে!