বুড়িগঙ্গা আবার যৌবনবতী হবে
বুড়িগঙ্গা আবার যৌবনবতী হবে
বুড়িগঙ্গা আবার যৌবনবতী হবে
ধুয়ে-মুছে ফেলবে তার পঙ্কিলতা
দুর্গন্ধ জলে সে ফোটাবে গোলাপের হাসি।
সবাই জেগে উঠছে মাতালের মতো করে
শুধু তুমি ঘুমিয়ে রয়েছো নিঃসাড় হয়ে!
পৃথিবীর জনপদে তোমার ঠিকানা নেই?
বুড়িগঙ্গার দূষিত জলে গোলাপের গন্ধ!
তবু তোমার বুকে বিষ্ঠার অট্রহাসি।
তোমার কি কখনো ঘর হবে না স্বপ্নবিলাসী?
নাকি তুমি হারিয়ে গিয়েছো কোনো পাপসাগরে?
বুকের ভিতরে বানিয়ে নিয়েছো কোনো ডাস্টবিন!
তোমার যৌবনে ঢেউ জাগলো না কখনো!
বুড়িগঙ্গা আবার যৌবনবতী হবে
ধুয়ে-মুছে ফেলবে তার পঙ্কিলতা
দুর্গন্ধ জলে সে ফোটাবে গোলাপের হাসি।
সবাই জেগে উঠছে মাতালের মতো করে
শুধু তুমি ঘুমিয়ে রয়েছো নিঃসাড় হয়ে!
পৃথিবীর জনপদে তোমার ঠিকানা নেই?
বুড়িগঙ্গার দূষিত জলে গোলাপের গন্ধ!
তবু তোমার বুকে বিষ্ঠার অট্রহাসি।
তোমার কি কখনো ঘর হবে না স্বপ্নবিলাসী?
নাকি তুমি হারিয়ে গিয়েছো কোনো পাপসাগরে?
বুকের ভিতরে বানিয়ে নিয়েছো কোনো ডাস্টবিন!
তোমার যৌবনে ঢেউ জাগলো না কখনো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৩/০৮/২০২২চমৎকার
-
আলমগীর সরকার লিটন ২৩/০৮/২০২২বেশ অভিমানি