তোমরা বড় সাংঘাতিক
তোমরা বড় সাংঘাতিক
সাইয়িদ রফিকুল হক
তোমরা বড় সাংঘাতিক তিলকে করছো তাল,
পরের দোষ খুঁজতে গিয়ে নিজে হচ্ছো মাতাল!
তোমাদের কত নামডাক আরও কত দর্প,
দেশের বিরুদ্ধে তাইতো হচ্ছো বড় সর্প!
মাতালের হাতে আখবার দিয়ো নাকো আর তুলে,
বিষাক্ত সব কীট আছে কত না রঙিন ফুলে।
নিজের দোষ ঢাকতে তুমি পারোনিকো এ জগতে,
তাইতে দেখি পরের ভালো আজো পারো না সইতে।
তোমরা বড় সাংঘাতিক ভালোকে বলো মন্দ,
তোমাদের আজব চরিতে মনে লাগে যে দ্বন্দ্ব।
সাইয়িদ রফিকুল হক
২১/০৮/২০২২
সাইয়িদ রফিকুল হক
তোমরা বড় সাংঘাতিক তিলকে করছো তাল,
পরের দোষ খুঁজতে গিয়ে নিজে হচ্ছো মাতাল!
তোমাদের কত নামডাক আরও কত দর্প,
দেশের বিরুদ্ধে তাইতো হচ্ছো বড় সর্প!
মাতালের হাতে আখবার দিয়ো নাকো আর তুলে,
বিষাক্ত সব কীট আছে কত না রঙিন ফুলে।
নিজের দোষ ঢাকতে তুমি পারোনিকো এ জগতে,
তাইতে দেখি পরের ভালো আজো পারো না সইতে।
তোমরা বড় সাংঘাতিক ভালোকে বলো মন্দ,
তোমাদের আজব চরিতে মনে লাগে যে দ্বন্দ্ব।
সাইয়িদ রফিকুল হক
২১/০৮/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২২/০৮/২০২২বেশ বলেছেন!