লোকদেখানো পিতৃপ্রেম
লোকদেখানো পিতৃপ্রেম
সাইয়িদ রফিকুল হক
পিতার শোকে পুত্র কাঁদে
ফুল ফোটে না তবুও দেখি
লোকদেখানো স্বপ্নসাধে!
ভণ্ডগুলো ঢুকে পড়েছে
পিতার নামে পিতার দলে,
দলের কোনো লাভ হয়েছে?
বরাহদের মিছিল হয়!
বুক ফুলিয়ে আবার হাঁটে
দেশদরদী পায় যে ভয়!
বরাহদের তাড়াও আজ
লাথ্থি মারো এদের বুকে
তবেই হবে আসল কাজ।
লোকদেখানো পিতৃপ্রেম
দেখি এখন চতুর্দিকে,
মনোদুঃখে বলছি শেম্।
বরাহদের খেদাও দূরে
বাংলা করো চিরমুক্ত,
ক্ষোভ রবে না অন্তঃপুরে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৮/২০২২
সাইয়িদ রফিকুল হক
পিতার শোকে পুত্র কাঁদে
ফুল ফোটে না তবুও দেখি
লোকদেখানো স্বপ্নসাধে!
ভণ্ডগুলো ঢুকে পড়েছে
পিতার নামে পিতার দলে,
দলের কোনো লাভ হয়েছে?
বরাহদের মিছিল হয়!
বুক ফুলিয়ে আবার হাঁটে
দেশদরদী পায় যে ভয়!
বরাহদের তাড়াও আজ
লাথ্থি মারো এদের বুকে
তবেই হবে আসল কাজ।
লোকদেখানো পিতৃপ্রেম
দেখি এখন চতুর্দিকে,
মনোদুঃখে বলছি শেম্।
বরাহদের খেদাও দূরে
বাংলা করো চিরমুক্ত,
ক্ষোভ রবে না অন্তঃপুরে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৮/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০৮/২০২২
বেশ বলেছেন প্রিয় কবি!