অহংকারে ডুবিস নারে
অহংকারে ডুবিস নারে
সাইয়িদ রফিকুল হক
অহংকারে ডুবিস নারে
তল পাবি না খুঁজে,
কোথায় তোরা ভেসে যাবি
অনেক বেশি বুঝে।
মনের ভিতর বইছে বুঝি
উথালপাথাল হাওয়া,
জীবনগল্পের পথের দিশা
যায় না খুঁজে পাওয়া।
মনে তোমার দারুণ ব্যাধি
বাইরে সাজের বাহার,
অনেক সুখে পচাগলা
করছো কত আহার!
অহংকারে ডুবিস নারে
পার পাবি না কেহই,
হৃদয়মাঝে পাপের সাগর
বইবে এবার অথই।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৮/২০২২
সাইয়িদ রফিকুল হক
অহংকারে ডুবিস নারে
তল পাবি না খুঁজে,
কোথায় তোরা ভেসে যাবি
অনেক বেশি বুঝে।
মনের ভিতর বইছে বুঝি
উথালপাথাল হাওয়া,
জীবনগল্পের পথের দিশা
যায় না খুঁজে পাওয়া।
মনে তোমার দারুণ ব্যাধি
বাইরে সাজের বাহার,
অনেক সুখে পচাগলা
করছো কত আহার!
অহংকারে ডুবিস নারে
পার পাবি না কেহই,
হৃদয়মাঝে পাপের সাগর
বইবে এবার অথই।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৮/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৮/২০২২অহংকার সে কখনোই ভাল নয়।
-
সিবগাতুর রহমান ১৫/০৮/২০২২অনেক সুন্দর লিখেছেন
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৮/২০২২অতিশয় হৃদয়ছোঁয়া নিবেদন!
-
আলমগীর সরকার লিটন ১৪/০৮/২০২২বেশ ছন্দময়
-
অভিজিৎ হালদার ১৪/০৮/২০২২ভালো