পতিতার খাদ্য যদি হয় কবিতা
পতিতার খাদ্য যদি হয় কবিতা
সাইয়িদ রফিকুল হক
পতিতার খাদ্য যদি হয় কবিতা,
তাইলে দেশে-দেশে সকলেই লিখবে
আবর্জনাসম মনগড়া ভনিতা।
কবিতার ধর্ম আজো আছে সঠিক,
শুধু তোমার হাতে ঘড়ি চলে না ঠিক!
সবখানে চালাও বামাতি দর্শন,
নীতিকথা রোজই করছো ধর্ষণ।
তবু তোমাকে আজ বলতে হয় কবি!
আলোহীন পংক্তি ঢেকে দিচ্ছে রবি।
পতিতার হৃদয়ে কীসের বাদ্য বাজে!
সজ্ঞান-মানবে কি বদ্ধ-পাগল সাজে?
পতিতার খাদ্য যদি হয় কবিতা,
মরাগাছে ফোটাবে ফুল কোন্ বনিতা?
সাইয়িদ রফিকুল হক
০৯/০৮/২০২২
সাইয়িদ রফিকুল হক
পতিতার খাদ্য যদি হয় কবিতা,
তাইলে দেশে-দেশে সকলেই লিখবে
আবর্জনাসম মনগড়া ভনিতা।
কবিতার ধর্ম আজো আছে সঠিক,
শুধু তোমার হাতে ঘড়ি চলে না ঠিক!
সবখানে চালাও বামাতি দর্শন,
নীতিকথা রোজই করছো ধর্ষণ।
তবু তোমাকে আজ বলতে হয় কবি!
আলোহীন পংক্তি ঢেকে দিচ্ছে রবি।
পতিতার হৃদয়ে কীসের বাদ্য বাজে!
সজ্ঞান-মানবে কি বদ্ধ-পাগল সাজে?
পতিতার খাদ্য যদি হয় কবিতা,
মরাগাছে ফোটাবে ফুল কোন্ বনিতা?
সাইয়িদ রফিকুল হক
০৯/০৮/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১০/০৮/২০২২ভালো লাগলো
-
আলমগীর সরকার লিটন ১০/০৮/২০২২বেশ ভাবনাময়
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০৮/২০২২বেশ বলেছেন!