বিশৃঙ্খল-সমাজ
বিশৃঙ্খল-সমাজ
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতরে হাহাকার
রক্তের জন্য ছটফট!
বাইরের ঘরে জনসেবা
ভূতের মুখে রাম-নাম!
কলজে কাঁপে নিজের স্বার্থে
মুখে শুনি বেহেশতের বাণী!
রঙিলা জীবনে খেলছো ভালোই
কেউ বাদ সাধে না এই পলিমাটিতে!
বাঘের ঘরে ঘোগের বাসা
বাঘ পালায় শিয়ালের কামড় খেয়ে
হুক্কাহুয়া বিষাক্তধ্বনি ভাসে চারিদিকে।
ব্যভিচারে জন্মেছে বিরাট এক ধার্মিক!
চলো তার কাছে মুরিদ হই দলে-দলে।
বুকের ভিতরে হাহাকার
কীসের জন্য জমেছে এত বেদনা?
কেউ জানে না পতিতের ফসলের খবর
ব্যাঙ প্রসব করেছে এক পীরসাহেব!
চলো গিয়ে পড়ে থাকি ইবাদতখানায়,
শিশ্নসেবায় তুমি আরও বড় ধার্মিক হবে!
সাইয়িদ রফিকুল হক
০৭/০৮/২০২২
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতরে হাহাকার
রক্তের জন্য ছটফট!
বাইরের ঘরে জনসেবা
ভূতের মুখে রাম-নাম!
কলজে কাঁপে নিজের স্বার্থে
মুখে শুনি বেহেশতের বাণী!
রঙিলা জীবনে খেলছো ভালোই
কেউ বাদ সাধে না এই পলিমাটিতে!
বাঘের ঘরে ঘোগের বাসা
বাঘ পালায় শিয়ালের কামড় খেয়ে
হুক্কাহুয়া বিষাক্তধ্বনি ভাসে চারিদিকে।
ব্যভিচারে জন্মেছে বিরাট এক ধার্মিক!
চলো তার কাছে মুরিদ হই দলে-দলে।
বুকের ভিতরে হাহাকার
কীসের জন্য জমেছে এত বেদনা?
কেউ জানে না পতিতের ফসলের খবর
ব্যাঙ প্রসব করেছে এক পীরসাহেব!
চলো গিয়ে পড়ে থাকি ইবাদতখানায়,
শিশ্নসেবায় তুমি আরও বড় ধার্মিক হবে!
সাইয়িদ রফিকুল হক
০৭/০৮/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৯/০৮/২০২২সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৮/২০২২চমৎকার
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৮/২০২২সুন্দর লিখেছেন প্রিয় কবি!