www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাদের শুধু বামহাত আছে

তোমাদের শুধু বামহাত আছে
সাইয়িদ রফিকুল হক

তোমাদের শুধু বামহাত আছে,
বামহাত প্রিয় তোমাদের কাছে।
সবখানে তাই চালিয়ে দিচ্ছো
ওই বামহাত,
বামহাত-জোরে দিনকে তোমরা
করছো যে রাত!

চিন্তাচেতনা সবসময়ই বাঁঘেঁষে বাঁমুখী,
বাঁহাত চালিয়ে তোমরা সবাই আজ মহাসুখি!
নিজের স্বার্থে তোমরা এখন কত বিপ্লবী!
ইতিহাস-ভরে তোমাদের নামে লেখা আছে সবি।
বাতিল চিন্তা খাওয়াতে চাও সবারে সজোরে,
মানবশূন্য মিছিল-সভায় কথা বলো জোরে।
তোমরা চলছো নিজের স্বার্থে বিপ্লবী বলে,
কে আর আসবে বুঝেশুনে আজ তোমাদের দলে!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৮/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast