তোমাদের শুধু বামহাত আছে
তোমাদের শুধু বামহাত আছে
সাইয়িদ রফিকুল হক
তোমাদের শুধু বামহাত আছে,
বামহাত প্রিয় তোমাদের কাছে।
সবখানে তাই চালিয়ে দিচ্ছো
ওই বামহাত,
বামহাত-জোরে দিনকে তোমরা
করছো যে রাত!
চিন্তাচেতনা সবসময়ই বাঁঘেঁষে বাঁমুখী,
বাঁহাত চালিয়ে তোমরা সবাই আজ মহাসুখি!
নিজের স্বার্থে তোমরা এখন কত বিপ্লবী!
ইতিহাস-ভরে তোমাদের নামে লেখা আছে সবি।
বাতিল চিন্তা খাওয়াতে চাও সবারে সজোরে,
মানবশূন্য মিছিল-সভায় কথা বলো জোরে।
তোমরা চলছো নিজের স্বার্থে বিপ্লবী বলে,
কে আর আসবে বুঝেশুনে আজ তোমাদের দলে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সাইয়িদ রফিকুল হক
তোমাদের শুধু বামহাত আছে,
বামহাত প্রিয় তোমাদের কাছে।
সবখানে তাই চালিয়ে দিচ্ছো
ওই বামহাত,
বামহাত-জোরে দিনকে তোমরা
করছো যে রাত!
চিন্তাচেতনা সবসময়ই বাঁঘেঁষে বাঁমুখী,
বাঁহাত চালিয়ে তোমরা সবাই আজ মহাসুখি!
নিজের স্বার্থে তোমরা এখন কত বিপ্লবী!
ইতিহাস-ভরে তোমাদের নামে লেখা আছে সবি।
বাতিল চিন্তা খাওয়াতে চাও সবারে সজোরে,
মানবশূন্য মিছিল-সভায় কথা বলো জোরে।
তোমরা চলছো নিজের স্বার্থে বিপ্লবী বলে,
কে আর আসবে বুঝেশুনে আজ তোমাদের দলে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৭/০৮/২০২২Sundor
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৮/২০২২সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/০৮/২০২২দারুণ