মধু আর দুধে ভাসলে
মধু আর দুধে ভাসলে
মধু আর দুধে ভাসলে
হৃদয় তোমার হবে না
কলুষমুক্ত কখনো।
বাইরে তোমার কত না
বুজুর্গি আছে ছড়িয়ে!
ভিতরে তুমি যে বাড়লে
মানবরক্ত মাড়িয়ে!
মধু আর দুধে ভাসলে
জীবনের মানে পাবে না
কখনোই তুমি হাতড়ে।
মধু আর দুধে ভাসলে
হৃদয় তোমার হবে না
কলুষমুক্ত কখনো।
বাইরে তোমার কত না
বুজুর্গি আছে ছড়িয়ে!
ভিতরে তুমি যে বাড়লে
মানবরক্ত মাড়িয়ে!
মধু আর দুধে ভাসলে
জীবনের মানে পাবে না
কখনোই তুমি হাতড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/০৭/২০২২বেশ লিখেছেন।
-
সিবগাতুর রহমান ২৯/০৭/২০২২দারুন লিখেছেন
-
সুলতান মাহমুদ ২৯/০৭/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ২৯/০৭/২০২২ভীষণ চমৎকার।
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/০৭/২০২২সুন্দর বলেছেন!