মানুষ হও তুমি
মানুষ হও তুমি
সাইয়িদ রফিকুল হক
নিজের দেশকে মন্দ বলে
যাচ্ছো তুমি কোথায়?
ভালোবাসার একটু মগজ
আছে কিনা মাথায়?
দেশের মাটি দেশের মানুষ
আবার ভাবো আপন,
পরের ঘরে বন্ধ করো
এবার নিশি-যাপন।
সোনার বাংলায় সোনা ফলে
আছে কিছু ভেজাল,
দেশের ক্ষতি করতে এরাই
পারে হুদাই প্যাঁচাল।
লোকদেখানো দেশপ্রেমিকরা
করছে দেশের ক্ষতি,
একাত্তরেই টের পাইছি যে
এদের মতিগতি।
দেশের খেয়ে দেশের পরে
করছো দেশের নিন্দা,
বুঝতে পারি মীরজাফররা
আছে আজও জিন্দা!
এই দেশেতে বসত করে
মানুষ হও রে তুমি,
দেখবে তখন শান্ত হবে
তোমার মনোভূমি।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৬/২০২২
সাইয়িদ রফিকুল হক
নিজের দেশকে মন্দ বলে
যাচ্ছো তুমি কোথায়?
ভালোবাসার একটু মগজ
আছে কিনা মাথায়?
দেশের মাটি দেশের মানুষ
আবার ভাবো আপন,
পরের ঘরে বন্ধ করো
এবার নিশি-যাপন।
সোনার বাংলায় সোনা ফলে
আছে কিছু ভেজাল,
দেশের ক্ষতি করতে এরাই
পারে হুদাই প্যাঁচাল।
লোকদেখানো দেশপ্রেমিকরা
করছে দেশের ক্ষতি,
একাত্তরেই টের পাইছি যে
এদের মতিগতি।
দেশের খেয়ে দেশের পরে
করছো দেশের নিন্দা,
বুঝতে পারি মীরজাফররা
আছে আজও জিন্দা!
এই দেশেতে বসত করে
মানুষ হও রে তুমি,
দেখবে তখন শান্ত হবে
তোমার মনোভূমি।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৬/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৮/২০২২দেশের প্রতি ভালবাসা প্রকাশ করা আমাদের সকলের দায়িত্ব।
-
মঈনুল ইসলাম ১৫/০৭/২০২২দুর্দান্ত কাব্যশৈলী!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৭/২০২২দারুণ রচনা
-
বোরহানুল ইসলাম লিটন ০১/০৭/২০২২দেশপ্রেমেই হয় প্রকৃত মানুষ!
সুন্দর অনুভবী উচ্চারণ।